Header Ads

Header ADS

DIGANTA PARIBAHAN Information (দিগন্ত পরিবহন)


দিগন্ত পরিবহন
মালিক- সামিউল্লাহ সাহেব।
কোম্পানির যাত্রাশুরু-২০০১-২০০২ সাল  

৫৬ সীটবিশিষ্ট দুই ইউনিট ক্লাসিক বডির লিল্যান্ড বাস দিয়ে যাএা শুরু করে
ঢাকা - গোপালগঞ্জ - কোটালীপাড়া
রুটে। শুরুতে ভালোই সাড়া পায়। কারন কোটালীপাড়া রুটে সুবর্ণ আর সাউদিয়া ছাড়া আর বাস ছিল নাহ। আর দিগন্তের সার্ভিস ভালো ছিলো। ২০১০/২০১১ সালে প্রথম তারা ৪৬ সীটবিশিষ্ট দুই ইউনিট টাটার প্যাকেট চেয়ার কোচ বাস নামায়।  বাস দুইটি ছিলো সোহাগ প্রিমিয়াম পেইন্টের। কিন্তু ৪ মাসের মধ্যে বাস দুটি বিক্রি করে দেয়।
২০১৪ তে তারা আবার চেয়ার কোচ নামায়।  এইবার শুরু হয় তাদের খেলা। কোটালীপাড়া রুটের সব ৫৬ সীটের বাস উঠিয়ে নেয়। ৪+৪ ইউনিট চেয়ার কোচ দিয়ে সাড়া জাগায় আবার। ২০১৫ তে গোল্ডেন লাইন আর সেবার চাপে তারা তাদের ব্যবসা ধরতে তাদের চেয়ার কোচ প্রতি বাসের সীট ৪১ এ রুপান্তর করে।
নিত্যনতুন প্যাকেট বাস দিয়ে এই রুটের টপে তারা অবস্থান করছে।
প্রতিদিন ১২ ইউনিট বাস এই রুটে চলাচল করে। কিন্তু আফসোস তারা তাদের ব্যানারে হিনো বাস যোগ করতে পারলো নাহ।

মালিক বলে আমার ওতো দামী গাড়ি নামানোর সামর্থ্য নেই। 
2002,2003 &2004 সালের দিকে কয়েকটা hino বাস ছিলো এদের বহরে, তবে বেশির ভাগ ISUZU আর ashok leyland ছিল ৷খুলনা-যশোর-ঢাকা চলতো ৷ তখন এদের সকল বাসই নরমাল কোচ ছিল, ৫৭ সিট ও দুই দরজার বাস ছিল তখন ৷

তবে কোম্পানি লেল্যান্ড দিয়ে যে হারে ব্যাবসা ধরেছে তাতে হিনো পরিবহনে প্রয়োজন নেই।কারণ বাসের চেয়ে সার্ভিস ভালো দরকার।
   



No comments

Theme images by Leontura. Powered by Blogger.